[english_date] | [bangla_day]

সাভারে করোনায় প্রথম মৃত‍্যু

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৭৫ বছর। শনিবার দুপুরে স্বাস্থ্য আইইডিসিআর-এর ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

সাভারের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু জানান, সাভারের ওই বৃদ্ধ সর্দি-কাশি নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলেন। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। শুক্রবার বিকেলে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ওই বৃদ্ধের বাড়ি চাঁদপুরে। তিনি সাভারের কাউন্দিয়ায় মেয়ের বাড়িতে থাকতেন। তার যক্ষাসহ অন্যান্য রোগে জন্য প্রথমে মিরপুর বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে সপ্তাহ খানেক আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন। এবং সেখানে মারা যান।

ডা. নাজমুল হুদা জানান, সাভারে এ পর্যন্ত চিকিৎসকসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৪ এপ্রিল। ১৭ এপ্রিল দুই স্বাস্থ্যকর্মীসহ আরো তিনজনকে শনাক্ত করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়