ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে সন্ত্রাসী হামলায় ১১ জন সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত আরো ১৪ জন। দেশটির সেনাবাহিনী এ হামলার খবর নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর আঞ্চলিক প্রধান লে. জেনারেল সিরিলিটো সোবেজানা জানান, শুক্রবার সুলু প্রদেশের ডানা গ্রামে দায়িত্বরত সেনা সদস্যদের ওপর জঙ্গি সংগঠন ইসলামিক এস্টেটে’র অনুসারী আবু সায়াফ বাহিনী এই হামলা চালায়। হামলায় বাহিনীটির প্রায় ৪০ সদস্য অংশ নেয়। হামলার শিকার সেনা সদস্যরা সন্ত্রাসবিরোধী অভিযানের প্রস্তুতি নিচ্ছিলো।
তিনি আরো জানান, দু’পক্ষের মধ্যে চলা এই বন্দুকযুদ্ধ প্রায় এক ঘন্টা স্থায়ী হয়। এরপর আবু সায়াফের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়।
ধারনা করা হচ্ছে, বাহিনীটির দুই কমান্ডার রাদুলান সাহিরন ও হাতিব হাজানের নেতৃত্বে এই হামলাটি চালানো হয়েছে। এই দুই ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ ফিলিপাইনের বাসিন্দাদের অপহরন ও শিরশ্ছেদ করার অভিযাগও রয়েছে।