চিটাগাং মেইল : ১৮ এপ্রিল (শনিবার) কুতুবদিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১১ গার্মেন্টস কর্মী কে রান্না করা খাবার সরবরাহ করে দিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ দিদারুল ফেরদৌস।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশর ন্যায় কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়া উপজেলায় লকডাউনের আওতায় রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার।
কুতুবদিয়া উপজেলার অমজাখালী, মুরালীয়া,কৈয়ারবিল,উত্তর ধূরুং,লেমশীখালীর বিভিন্ন পয়েন্ট দিয়ে লকডাউন না মেনে বেশ কিছু সংখ্যক লোক ভোর বেলায় কুতুবদিয়ায় ঢুকে পড়েন। সংবাদ পেয়ে কুতুবদিয়া থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদেরকে নিজেদের হেফাজতে নেয় এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়। তারা ঢাকা, চট্টগ্রাম, সাতকানিয়া, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে কুতুবদিয়ায় আসছে।