[english_date] | [bangla_day]

খাগড়াছড়িতে বীরঙ্গনা ছেইংছামার পাশে জেলা প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদরের যৌথখামার এলাকার বাসিন্দা একাত্তরে পাকিস্তানি সৈনিকদের হাতে নির্যাতিত ছেইংসামা মারমার পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ছেইংসামা মারমাকে পানছড়ির ইউএনওর মাধ্যমে নিজ কার্যালয়ে ডেকে পাঠান।

এসময় জেলা প্রশাসক ছেইংসামা মারমার প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে নগদ পঞাশ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষিতনির্দেশনা অনুযায়ী একটি দুইকক্ষ বিশিষ্ট পাকা বাড়ি নির্মাণের ঘোষণা দেন। রবিবার থেকে বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।

এসময় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ছেইংসামা মারমার ওপর একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন সময় সংঘটিত নির্যাতনের তথ্যপ্রমাণ সংগ্রহের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে।

ছেইংসামা মারমাকে সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পানছড়ির ইউএনও তৌহিদুল ইসলাম, বিভিন্নপ্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়