[english_date] | [bangla_day]

রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন বিভাগীয় ব্যবস্থাপক সামছ তুষার

চিটাগাং মেইল : রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমানকে ঢাকার বিভাগীয় ব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। সাদেকুর রহমানের জায়গায় পূর্বাঞ্চলের বর্তমান সিএসটিই তারেক মোহাম্মদ সামছ তুষারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে ঢাকার রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ এম সালাহ উদ্দিনকে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট, পূর্বাঞ্চলের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট সুজিত কুমার বিশ্বাসকে রাজশাহীর প্রধান সংস্থাপন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমান চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, আমাকে ঢাকার বিভাগীয় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানেই দায়িত্ব দেওয়া হোক, রেলের উন্নয়নে কাজ করে যাবো।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়