[english_date] | [bangla_day]

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং ডে-‘২০ পালন

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন

মোহাম্মদ হাসানঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে ‘মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র’ প্রতিপাদ্যে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উদ্যেগে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ৩১ অক্টোবর জোরারগঞ্জ হাইওয়ে থানা মিলনায়তনে ওসি মোঃ ফিরোজ হোসাইনের সভাপতিত্বে এম এ এছাক মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ মোজাহের হোসনে চৌধুরী সোহেল, বিশেষ অতিথি বারৈয়ারহাট পৌরসভার কাউন্সিলর আতা উল্লাহ, ব্যাবসায়ী প্রতিনিধি আশরাফ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী পুলিশের উপনিবেশিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে কল্যাণধর্মী ও গণমুখী পুলিশিং সৃষ্টির পাশাপাশি জনগণের মধ্যেও পুলিশের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কমিউনিটি পুলিশিং অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

সভাপতির বক্তব্যে ওসি ফিরোজ হোসাইন বলেন, মুক্তিযুদ্ধ আমাদের চিন্তা চেতনায় বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। জন প্রশাসন এবং পুলিশ প্রশাসনে আমূল পরিবর্তন এসেছে। এক সময় গ্রামের মাতুব্বররা বিচার করতেন। সে অবস্থার অবক্ষয় হলে কমিউনিটি পুলিশিং এর প্রয়োজনীয়তা দেখা দেয়। কমিউনিটি পুলিশ বর্তমানে ছোট খাট বিচার করছে এবং জনগণকে সচেতন করছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়