[english_date] | [bangla_day]

স্বাস্থ্যবিধি মেনে চললে আক্রান্ত হার কমে আসবে: শিক্ষা উপমন্ত্রী নওফেল

চিটাগাং মেইল : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, যত দ্রুত ও সহজে করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করা যাবে ততই সনাক্তকৃত রোগীর চিকিৎসা প্রদান করা সহজ হবে। ঘাতক এ ব্যাধি বিশ্বব্যাপী মারাত্মকভাবে ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিক ভাবে নমুনা পরিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে পারলে মৃত্যুর হার অনেকাংশে কমে যাবে। তাছাড়া সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চললেও এ রোগে আক্রান্ত হার কমে আসবে।

আজ শনিবার (৩১ অক্টোবর) বিকালে হাটহাজারী উপজেলায় স্থাপিত চট্টগ্রাম ভেটরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে কোভিড-১৯ সনাক্ত করণ ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম ভেটরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ভেটরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

চট্টগ্রাম ভেটরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় রিসার্চ এন্ড ফার্ম বেইজড হাটহাজারী ক্যাম্পাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শুভেছা বক্তব্য রাখেন, হাটহাজারী সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, সিভাসুর প্রফেসর ড. নুরুল আবছার খাঁন, হাটহাজারী উপজলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: এ এস এম ইমতিয়াজ হোসাইন, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ, হাটহাজারী মডেল থানার অফিসার মাসুদ আলম ও সাংবাদিক কেশব কুমার বড়য়া।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়