লামা প্রতিনিধিঃ বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিট শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক মং চ উ মার্মা হত্যাকান্ডের প্রতিবাদে লামায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লামা উপজেলা পরিষদের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে অংশ নেন লামা উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমা, উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক ও রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান চাচিং প্রু মার্মা,লামা সদর ইপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন,সাংগঠনিক প্রদীপ দাশ,পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিকসহ যুবলীগ,শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।