রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় সিএনজি ট্যাক্সির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জুবায়ের হাসান মুরাদ(১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো এক আরোহী আহত হয়।
বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১০.৩০টায় উপজেলার চন্দ্রঘোনা চৌধুরী গুট্টা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার শিলক রাস্তার মাথা বহাদ্দার পাড়া এলাকার মো. মোস্তাক হোসেনের পুত্র।
নিহতের স্বজন মো. হামিদ জানান, নিহতের বাড়ি শিলকে ইউনিয়নে হলেও তারা চন্দ্রঘোনা হেলথ কেয়ারের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। সকালে সে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।চৌমুহনী থেকে চন্দ্রঘোনা আসার পথে চৌধুরী গুট্টা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি ট্যাক্সির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর এবং তার মোটরসাইকেলে থাকা আরোহী সামান্য আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সিএনজি ট্যাক্সিটি জব্দ করা হয়েছে। তবে এখনো কেউ মামলা দায়ের করেনি।