[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় সিলিন্ডারে গ্যাস কম দিয়ে প্রতারণা, ২০ হাজার টাকা জরিমানা আদায়

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে একাধিক প্রতারকচক্র এলপি গ্যাস সিলিন্ডারে গ্যাস কম দিয়ে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮আগস্ট) এই ধরণের একটি এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ ভ্যান জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। আদালতকে সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানান, রাঙ্গুনিয়ার বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে আসা একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গাড়িটিতে টোটাল, ওমেরা ও এসএলকে কোম্পানির প্রায় অর্ধ শতাধিক গ্যাস সিলিন্ডার ছিল। ১২ কেজি ওজনের এসব সিলিন্ডারের সঠিক মাপের গ্যাস পাওয়া যায়নি। প্রতিটি সিলিন্ডারে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত গ্যাস কম সরবরাহ করে বাজারজাত করছে তারা।

এই অভিযোগে পিকআপ ভ্যানের সাথে আসা রাউজানের গশ্চিনয়াহাট এলাকার মো. সেলিম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়