[english_date] | [bangla_day]

লোহাগাড়া-লামা চলাচলের বিকল্প সেতু নির্মাণ হওয়ায় জনমনে স্বস্তি

লোহাগাড়া,প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সর্বশেষ এবং লামা উপজেলার সরই ইউনিয়নের শুরু হাসনাভিটা এলাকায় লোহাগাড়া-লামা সরই খালের (গার্ডার ব্রিজ) উপর সেতু নির্মানের কাজ চলমান।ব্রিজের নির্মাণ কাজ চলমান থাকায় এলাকার হাজার হাজার সাধারণ মানুষ ও গাড়ি চলাচলে বিকল্প ব্যবস্হা না করায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। তাই ব্রিজের নির্মাণ কাজ চলাকালীন সময়ে সাধারণ মানুষের যাতায়াত ও গাড়ি চলাচলের সুবিধার কথা বিবেচনা করে যাতায়াতের জন্য আপাতত বেইলি ব্রীজ নির্মাণ করেছে এলজিইডি।

জানা যায়, ৩কোটি ১৬লক্ষ টাকা ব্যয়ে লোহাগাড়া উপজেলা কর্তৃক পুটিবিলা ইউনিয়নের শেষে লামা উপজেলার হাসনা ভিটায় লোহাগাড়া- লামা সংযোগ সেতু(গার্ডার ব্রিজ)`র নির্মাণ কাজ চলমান রয়েছে।

সেতুটি নির্মাণ কালীন সময়ে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি না হয় সে জন্য বিকল্প বেইল ব্রিজ নির্মাণ করা হয়।

অনুসন্ধানে জানা যায়, গত ১২ আগস্টে এলজিইডি এর সহযোগীতায় বেইলি ব্রিজের নির্মাণ কাজ শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদার নুরুল আলম জিকু।

এর আগে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তৌছিফ আহমেদ ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে গিয়ে সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এসময় ঠিকাদারকে দ্রুত কাজ করার নির্দেশ দেন।

ইউএনও তৌছিফ আহমেদ জানান,৩ কোটি ১৬লক্ষ টাকা ব্যয়ে সরই হাসনাভিটা এলাকায় লোহাগাড়া- লামা সংযোগ সেতু(গার্ডার ব্রিজ)`র নির্মাণ কাজ চলমান রয়েছে।কিছুদিন পুর্বে তিনি সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন । এসময় সেতুটি নির্মাণ কালীন সময়ে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনগণের ভোগান্তি না হয় সেজন্য একটা অস্হায়ী সংযোগ সড়ক নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন। গত ১৪আগস্ট এলজিইডির সহযোগীতায় উক্ত বেইলে ব্রিজের কাজ সম্পন্ন করা হয় বলে তিনি জানান।

যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে বিকল্প মাধ্যম হিসেবে বেইলি ব্রিজ নির্মাণ হওয়ায় হাজার হাজার মানুষের দুর্ভোগ কমে গেছে বলে মনে করছেন স্হানীয়রা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়