[english_date] | [bangla_day]

বৈরী আবহাওয়ার প্রভাবে কুতুবদিয়ার বিভিন্ন ঘাটে শত শত ফিশিং ট্রলার নঙলে

কুতুবদিয়া প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে মাছ ধরাতে যাওয়া শত শত ফিশিং বোট কুতুবদিয়ার জেটি ঘাটগুলোতে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। এখনো অনেক মাছ ধরার ফিশিং বোট গভীর সমুদ্রে রয়েছে বলে উপজেলার ফিশিং বোট মালিক সমিতির সূত্রে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মাছ ধরা ফিশিং বোট ও ফিশিং বোটে থাকা জেলেদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অনুকূলে এলে নিরাপদ আশ্রয়ে থাকা মাছ ধরা ফিশিং বোটগুলো গভীর সমুদ্রের উদ্দেশে রওনা হয়ে যাবে বলে জানিয়েছেন ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার (১৮ আগষ্ট) টানা বর্ষণের কারণে কুতুবদিয়া উপকূলের বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ফসলি জমি, মাছের ঘের ডুবে গিয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে বলে ভুক্তভোগীরা জানান।

অপরদিকে, কুতুবদিয়া সৈকতের বিভিন্ন স্থানে ঢেউয়ের ঝাপটায় বালুক্ষয়ের ফলে সৈকতের সৌন্দর্য বিলীন হয়ে গেছে বলে জানান স্থানীয় পর্যটকরা। প্রতিকূল আবহাওয়ার কারণে সাগরের জোয়ারের পানি বৃদ্ধির পাওয়ায় স্থানীয় পর্যটকরা কুতুবদিয়া বীচে যাওয়া থেকে বিরত রয়েছেন বলে জানা গেছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়