[english_date] | [bangla_day]

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন নওফেল-রেজাউল

চিটাগাং মেইল: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য দুইটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

রোববার (১২ জুলাই) চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম হুমায়ুন কবিরের কাছে হস্তান্তর করেন এসব হস্তান্তর করেন তারা।

এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবার সাথে জড়িতদের জন্য প্রণোদনা ঘোষণাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন। তিনি স্বাস্থ্যখাতের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং চিকিৎসা সেবার সরাসরি তদারকি করছেন বলেই বাংলাদেশ এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট শক্ত হাতে মোকাবেলা করছে।’

তিনি আরও বলেন, ‘সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাধ্যমত এগিয়ে এলে সরকারের পক্ষে করোনা সংকট মোকাবেলা করা আরও সহজ হবে।’

এ সময় সীমিত সম্পদের বিপরীতে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ায় চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, হেলথ টেকনোলজিস্টসহ স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকল- কে ধন্যবাদ জানান শিক্ষা উপমন্ত্রী।

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য সেবার সাথে জড়িত সকলে রাত-দিন করোনা ভাইরাসের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবা করাই তাদের ধন্যবাদ।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেলে কলেজের অধ্যক্ষ ডা. শামীম হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুজত পাল, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারুল হক, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, উপ পরিচালক ডা. আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ডা. রাজীব পালিত, সাবেক ছাত্রনেতা ওয়াসিম উদ্দিন চৌধুরী, আরশেদুল আলম বাচ্চু, সাবেক ছাত্রনেতা আজিজুল রহমান আজিজ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়