তৌফিক হাসানঃ প্রতিবছর এই সময়ের আগেই বাংলাদেশে গরু-ছাগল কেনা-বেচা বেশ জমজমাট হয়ে ওঠে।
ভারত থেকে অবৈধ পথে গরু আসা অনেকটা কমে যাওয়ার পর গত কয়েক বছরে বাংলাদেশজুড়ে বহু ছোট-ছোট খামার গড়ে উঠেছে যার মূল লক্ষ্য থাকে কোরবানির পশুর হাট।
গ্রামাঞ্চলে বহু পরিবার শুধু কোরবানির ঈদে বিক্রির জন্য গরু-ছাগল লালন পালন করে।
কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার গরু-ছাগল কেনা বেচা নিয়ে এক ধরণের সংকট হতে পারে বলে বিক্রেতা ও ক্রেতারা আশংকা করছেন।
মহামারী কভিড-১৯ এর প্রভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকাতে গরু-ছাগলের চাহিদা খুবই কম। সারাদেশের গরু-ছাগল ব্যবসায়ীরা খুবই বিপাকে আছেন ক্রেতার কমতি থাকায়। তবে তারা আশা রাখছেন এই কুরবান ঈদে বাজার আবার চাঙ্গা হবে। এই বছর কুরবান ঈদে অনেকেই পশু জবাই করবেন না, কেননা সারাদেশে চলছে অর্থনৈতিক মন্দা।
ছবিটি আজ চট্টগ্রামের বিবির হাট থেকে তোলা।