[english_date] | [bangla_day]

করোনা পরিস্থিতি নিয়ে গণভবনে বৈঠক

ডেস্ক রিপোর্ট: দেশে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিজের সরকারি বাসভবন গণভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুন) ওই বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিকেলে প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা, চিকিৎসাসামগ্রী সংগ্রহ পরিকল্পনা এবং কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন।Info Chittagogng

সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন।

গত ৩০ মে প্রধানমন্ত্রী দেশে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সাথে বৈঠকে করোনা ভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন আরও বড় পরিসরে সম্পৃক্ত করার নির্দেশনা দিয়েছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়