[english_date] | [bangla_day]

বাঁশখালীতে নিজাম উদ্দীনের ইফতার সামগ্রী উপহার

নিজেস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানের মত বাঁশখালীতেও চলছে লকডাউন।
এতে করে হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দৈনিক খাবার-দাবার যোগাড় করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। জাতির এমন চরম সংকটে ক্ষুধাকাতর ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলার অন্যতম নেতা নিজাম উদ্দীন।
সোমবার (৪ মে) বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করেন এ ছাত্রনেতা।

এ ব্যাপারে নিজাম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি জানান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে বাঁশখালী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনাভাইরাস সংকট মোকাবেলায় গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। জাতির এমন দূর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। সে ধারাবাহিকতায় আমার পক্ষ থেকে এ ক্ষুদ্র আয়োজন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খেটে খাওয়া হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ শতাধিক পরিবারের কাছে উপহার স্বরূপ ‘ইফতার সামগ্রী উপহার’ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দেশের এ ক্রান্তিকালে রাজনৈতিক ও ধর্মীয় ভেদাভেদ ভূলে সমাজের হতদরিদ্র ও মধ্যবিত্তদের পাশে সবাইকে দাঁড়াতে হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়