চিটাগাং মেইল : করোনা হেরে যাক মানবতা জিতে যাক। করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে লকডাউন, তাতে চরম অনিশ্চয়তার মুখে পড়ছে নিম্ন আয়ের মানুষগুলোর খাদ্য ব্যবস্থা। আর এই নিম্ন আয়ের মানুষ গুলোর পাশে দাঁড়িয়েছে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।
তারই অংশ হিসেবে ২২ এপ্রিল বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে সন্দ্বীপ উপজেলা বাউরিয়া বেড়িবাঁধ এলাকায় ২০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রচার ও প্রকাশনা বিভাগীয় উপ প্রধনা মোঃ মাহামুদুর রহমান কলেজ সদস্য মোঃ মাহাবুবুল আলম বাপ্পী,আব্দুল করিম আলো,শাহ রাজীব খান ইমন।