সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে সরকারি অফিস খোলা রাখার নির্দেশনা।
অদ্য ২৩ এপ্রিল ২০২০ইং তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ,কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ,জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী ও সমবায় বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়এর আওতাধীন সকল বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয়সমূহ সীমিত পরিসরে খোলা রাখার অনুরোধ ও নির্দেশনা দেয়া হয়েছে।