ডেস্ক রিপোর্ট: পিএসসির সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন আর নেই। আজ বুধবার (২২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১০ দিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি লাভের পর থেকে ড. সা’দত হুসাইন বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লিখছেন দৈনিক কালের কণ্ঠে। এ ছাড়া তিনি বিভিন্ন ধরণের সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত।