[english_date] | [bangla_day]

চন্দনাইশের ১০ মাস বয়সী শিশুর শরীরে করোনা শনাক্ত

Info Chittagong

চিটাগাং মেইল : বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনা পরীক্ষায় চট্টগ্রামের ১০ মাস বয়সী এক শিশু এবং বান্দরবানের ৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রামে শনাক্ত হওয়া ১০ মাস বয়সী শিশুর বাড়ি চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা এলাকায়। অন্য তিনজন বান্দরবান সদরের বাসিন্দা।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন চট্টগ্রাম জেলার এবং ৩ জন বান্দরবান জেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ১৪০টি নমুনা পরীক্ষা করা হয় বিআইটিআইডিতে। এখন পর্যন্ত সর্বমোট ১ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এখানে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়