[english_date] | [bangla_day]

‘বড় লোকের বেটি’র হোম ডেলিভারি শুরু !

ডেস্ক রিপোর্ট: ‘বড় লোকের বেটি’ খ্যাত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি তিনি এই গানের তালে নেচে আবারো নিজের জাত চিনিয়েছেন। তবে মাঝে মধ্যে বিতর্কেও তার নাম উঠে। এবারো তেমনই কিছু হলো!

নিজ বাসায় বিভিন্ন ধরণের জুস আর দুধের বোতলের ভিডিও করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেড়েছেন। আর সঙ্গে লিখলেন, আমরা হোম ডেলিভারি শুরু করেছি! এই লকডাউনে সুস্থ থাকতে হলে সতেজ ফলের রস, জুস আর বাদামের দুধের জুড়ি নাই।

এরপরই তাবে নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় আলোচনা। অনেকেই বলেন, এই লকডাউনে অনেকে খেতে পারছে না আর আপনি এসব ভিডিও কিভাবে করতে পারলেন। এছাড়া অনেকে আবার এ অভিনেত্রীকে ভাল কিছু করার পরামর্শও দেন।

শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী হন। এরপরে ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদীন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়।

ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার ‘মার্ডার টু’। পরবর্তীতে তিনি কমেডি ধর্মী ‘হাউজফুল টু’ এবং অ্যাকশন ধর্মী ‘রেস টু’ ছবিতে অভিনয় করেন।

২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়ের চলচ্চিত্রের একটি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়