[english_date] | [bangla_day]

চান্দগাঁওে ৫ তলা ভবন লকডাউন

Info Chittagong

চিটাগাং মেইল: ঢাকায় ৪৯ বছর বয়সী একজন করোনা রোগী শনাক্তের ঘটনায় নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের ৫ তলা একটি ভবন লকডাউন করে দিয়েছে প্রশাসন। সোমবার মধ্যরাতে চান্দগাঁও থানা পুলিশকে সাথে নিয়ে ভবনটি লকডাউন করে দেয় নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)।

বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ।

আব্দুল ওয়ারিশ বলেন, ঢাকায় যে করোনা রোগী শনাক্ত হয় তিনি খাজা রোডের গোলাম আলী নাজির পাড়ার একটি ভবনের বাসিন্দা। ওই ভবনের লোকজন শনাক্তকৃত রোগীর সংস্পর্শে এসেছিলেন। যে কারণে ওই ভবনটি লকডাউন করে রাখা হয়েছে। এখন থেকে কেউ কোনোভাবেই ওই ভবন থেকে বের হতে পারবে না। আবার কেউ ওই ভবনে প্রবেশও করতে পারবে না।

আব্দুল ওয়ারিশ আরও বলেন, ঢাকার ওই করোনা রোগী বর্তমানে নগরীর আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

এই দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, ঢাকায় ইউনাইটেড হাসপাতালে হাতের চিকিৎসার জন্য চট্টগ্রামের বখতিয়ার (৪৯) নামের ওই যুবক ভর্তি হন। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে করেনাভাইরস (কোভিড-১৯) পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার করেনাভাইরস (কোভিড-১৯) পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। ঢাকা থেকে চট্টগ্রামে কিভাবে এসেছে জানিনা। কিন্তু আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হতে আসেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়