চিটাগাং মেইল : চট্টগ্রামে নতুন করে পাঁচজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। রোববার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি একুশে পত্রিকাকে জানান, আজ রোববার ১১৩টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এর মধ্যে পাঁচজন চট্টগ্রাম বাসিন্দা। তাদের মধ্যে সাতকানিয়ার একজন, সীতাকুণ্ডের একজন ও মহানগরের তিনজন। বাকি পাঁচজন অন্য জেলার।
আজ রোববার সকালে বিআইটিআইডিতে শ্বাসকষ্টে মারা যাওয়া ৫৫ বছর বয়সী রোগীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলেও জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
প্রসঙ্গত, বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৭১ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০, নোয়াখালীতে তিনজন এবং লক্ষ্মীপুরে ২২ জন ও ফেনীতে একজন। আরও পাঁচজন অন্যান্য জেলার।
চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন।