চিটাগাং মেইল : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমের সাথে সাক্ষাত করেছেন চকরিয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ ও বিদায়ী ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
রবিবার (১৯ এপ্রিল) বিকালে এমপির পালাকাটস্থ বাসভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন সৈয়দ শামসুল তাবরীজ।
নবাগত ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ ইতোপূর্বে খাগড়াছড়ির সদর ও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাতে ইউএনও ছিলেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে ৩০ তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।