নিজস্ব প্রতিবেদক :ইমতিয়াজ আহমেদ ইমন বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগের একজন কর্মী। বিশ্বের প্রায় সব দেশ সহ সারা বাংলাদেশ যখন করোনার ভয়াল থাবায় ক্ষত বিক্ষত, দেশের প্রত্যন্ত অঞ্চলের মতো ১৮ নং বাকলিয়া ওয়ার্ড এলাকার মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো যখন ঘরবন্দী-কর্মহীন,তখনি মধ্যবিত্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমন ।
১৮ নং বাকলিয়া ওয়ার্ড এলাকার বিভিন্ন স্থানে ২৫০ মধ্যবিত্ত পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছিয়ে দেয়ায় উদ্দ্যেগ গ্রহন করে সে। ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ ইমনের এই মানবিক মহতী উদ্যোগে অনুপ্রেরণা জুগিয়েছেন ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন-উর রশিদ হারুন ।
ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, করোনা মহামারী এই ভয়াল পরিস্থিতিতে মানুষ ঘরবন্ধি, কর্মহীন। আয় রোজগার করতে না পারায় মানুষ দিন দিন অসহায় হয়ে পড়ছে। এদের মধ্যে গরীবরা চাইতে পারে, ধনীরা দিতে পারে কিন্তু সমাজের মধ্যবিত্ত শ্রেনীর মানুষরা না পারে কারো কাছে চাইতে না পারে কাউকে কিছু বলতে। তাই একজন মানুষ হিসেবে মানবিকতার জায়গা থেকে আমি ১৮ নং বাকলিয়া ওয়ার্ড এলাকার ২৫০ মধ্যবিত্ত পরিবারকে ঘরে ঘরে খাদ্য দ্রব্য পৌঁছে দেয়ার উদ্দ্যেগ গ্রহন করেছি।আজ থেকে বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রেমে ২৫০ পরিবারকে এই খাদ্য পৌঁছে দিবো।
এই কাজে আমাকে অনুপ্রেরণা জোগানোর জন্য ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হারুন-উর রশিদ হারুন সাহেবকে আমি ধন্যবাদ জানাই। সে সাথে ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের ও ধন্যবাদ জানাই।
মানুষ মানুষের জন্য এই শপথে বলিয়ান হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী সকলকে আমি মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানাচ্ছি।