চিটাগাং মেইল : নগরের ৪১টি ওয়ার্ডে করোনার কারনে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু। কর্মহীন এসব মানুষের বাসায় বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) নগরের ১০, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৮০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১২, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে ২ হাজার কর্মহীন মানুষের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
স্থানীয় আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মহিউদ্দীন বাচ্চুর পক্ষে কর্মহীন মানুষের বাসায় এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সরকার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে। এতে করে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রাথমিক পর্যায়ে কর্মহীন ১০ হাজার মানুষের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী আরও বিতরণ করা হবে।
সমাজের বিত্তবান মানুষদেরকে এসব অসহায়, দিনমজুর ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান যুবলীগ নেতা মহিউদ্দীন বাচ্চু।