চিটাগাং মেইল ডেস্ক: দেশব্যাপী চলমান করোনা মহামারির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কোনো বিকল্প নেই। আর এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে মিলবে করোনা প্রতিরোধক বুথে।
তাই করোনা মহামারি ঠেকাতে এ করোনা প্রতিরোধক বুথের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।
সোমবার ১২ জুলাই বিকেল ৩টায় এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে প্রবর্তক মোড়ে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল, রুবেল সিকদার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনির ইসলাম প্রমুখ।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, এটিএম বুথের আদলে নির্মিত এ করোনা প্রতিরোধক বুথে হাত বাড়ালেই মিলবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। ব্যবহৃত মাস্কটি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে হ্যান্ড স্যাটাইজার করে পরে নিতে পারবেন নতুন মাস্ক। দৈনিক ৭০০ টাকা খরচে এ বুথের মাধ্যমে ৫০০ সাধারণ মানুষকে সেবা দেওয়া সম্ভব। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আহ্বান থাকবে আসুন করোনা মহামারির এ সংকটকালে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চমেক ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান, কেএম তানভীর, এনামুল হাসান, রিয়াজুল ইসলাম জয়, অভিজিৎ দাশ কনক, দেবনাথ, হোজাইফা বিন কবির, এমইউ সোহেল, তাফহিম সোহেল, আবু তোরাব, গোবিন্দ দত্ত, ইয়াছির আরাফাত রিকু, সরোয়ার হোসেন হৃদয়, মো. সাকেত প্রমুখ।