বাশঁখালী প্রতিনিধি: এক বছর আগে বাঁশখালীর শীলকূপের বৈদ্য ফাতেমা বেগমের কাছে বিশেষ কাজে গিয়েছিলেন একই এলাকার মো. এহসান। কিন্তু বছর পেরোলেও কাজে দেয়নি তার পানিপড়া। তাই এবার ডাবপড়া খেতে দেয়ায় ক্ষুদ্ধ হয়ে বৈদ্যকে কুপিয়ে খুন করলেন তার সেই ভক্ত।
সোমবার ১২ জুলাই সকাল ১০ টার দিকে শীলকূপের দাসপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। এসময় এক শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় খুনী মো. এহসানকে (২২) আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

ঘটনাটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবির জানান, ঘটনার পরপরই অভিযুক্ত মো. এহসানকে আমরা আটক করেছি। আমরা শুনেছি, নিহত ফাতেমা বেগম একজন বৈদ্য হিসেবে পরিচিত ছিলেন। এক বছর আগে তার কাছে কোনো একটা কাজে গিয়েছিলেন এহসান। কিন্তু সেটা কাজ না করায় আজ তিনি ওই নারীকে কুপিয়ে খুন করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিস্তারিত তদন্তের পর বলা যাবে।