নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১৩ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ৯ সেপ্টেম্বর চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কেসি দে রোড, লালদীঘির পাড়, জেল রোড, বান্ডেল রোড, ব্রিকফিল্ড রোড, পাথরঘাটা, কবি নজরুল ইসলাম সড়ক ও আলকরণ এলাকায় অভিযান চালানো হয়েছে।
অভিযানকালে ম্যজিস্টেটরা মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।
করোনা ভাইরাস প্রতিরোধ ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।