[english_date] | [bangla_day]

লামায় অস্ত্র কিরিচ ইয়াবাসহ যুবক আটক

লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র কিরিচ ইয়াবাসহ মেহেদী হাসান নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়েনের বড়ছন খোলা এলাকা থেকে এসবসহ তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান বাপ্পি বড় ছনখোলা গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে।

YouTube player

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইয়াংছা আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে দূর্গম পাহাডি বড় ছন খোলা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুইটি কিরিচ ও ইয়াবাসহ মেহেদী হাসান বাপ্পিকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে আটককৃতকে লামা থানা পুলিশে সোপর্দ করা হয়।

অস্ত্র কিরিচ ইয়াবাসহ মেহেদী হাসান বাপ্পিকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়