লোহাগাড়া প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে।
বৃহস্পতিবার ১ জুলাই ভোর থেকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে দেখা যায়নি কোন গণপরিবহন।
দুপুরের দিকে উপজেলার বটতলী মোটর স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতু , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন।এ সময় ওসি জাকের হোসাইন মাহমুদ ও সেনাবাহিনী ক্যাপ্টেন মুকতাদির আহমেদ আসিফ উপস্থিত ছিলেন।

তবে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কঠোর ভূমিকা লক্ষ্য করা গেছে। জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। যার ফলে তারা প্রায় প্রত্যেকটি গাড়ি চেক করার চেষ্টা করছেন। সড়ক মহাসড়কে রিক্সা চলতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, বিনা প্রয়োজনে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। লকডাউন চলাকালে বিনা প্রয়োজনে কেউ বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, লকডাউনে সংক্রমণ আইন ২০১৮-এর ২৪ ধারামতে সকাল থেকে ৩৭টি মামলায় ১৪ হাজার ৩৩০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।