[english_date] | [bangla_day]

নন-ক্যাডার সিনিয়র সহকারী সচিব হলেন ১২ কর্মকর্তা

চিটাগাং মেইল ডেস্ক:  নন-ক্যাডার বা ক্যাডারবহির্ভূত সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত)।

‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ অনুযায়ী এ পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৯ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

YouTube player

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব শিরীন সুলতানা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আলী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আব্দুল হক ও এস এম মনিরুজ্জামান, সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহকারী সচিব মো. আব্দুস সামাদ প্রধান।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. বশির আহাম্মেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহকারী সচিব মো. মখফার উদ্দিন খোকন ও মো. আবুল কাসেম, রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফরহাদ মিয়া এবং অর্থ বিভাগের সহকারী সচিব মো. খলিদুর রহমান হাওলাদার সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সিনিয়র সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে নিজেদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদান পত্র দাখিল করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে কর্মরত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়