[english_date] | [bangla_day]

চকবাজারে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চিটাগাং মেইল: নগরের চকবাজার থানা এলাকা থেকে ৮শ ইয়াবাসহ মো. আরিফ (২৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ জুন) দিনগত রাত ১০টার দিকে নগরের চট্টেশ্বরী রোডস্থ আলম ইলেকট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ীর ৪নং ওয়ার্ড ফারুকের বাপের বাড়ীর মৃত দানু মিয়ার ছেলে।

YouTube player

বিষয়টি জানিয়েছেন চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীর মাহমুদ। তিনি বলেন, ‘গতকাল রোববার রাত ১০টার দিকে চট্টেশ্বরী রোডস্থ আলম ইলেকট্রিক এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে আরিফকে ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা পাইকারি দামে সংগ্রহ করে চকবাজার থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় খুচরা দামে বিক্রি করে আসছিল।’

আজ সোমবার (৭ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আলমগীর মাহমুদ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়