নিজস্ব প্রতিবেদক: নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বকেয়া হোল্ডিং ট্যাক্স ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি’সহ মোট ১ কোটি ৪৯ লাখ ৯০৭ টাকা বকেয়া আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রামমাণ আদালত।
সোমবার (৭ জুন) নগরের ওয়াসা মোড়, কাজির দেউরী, এনায়েত বাজার ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে এসব বকেয়া আদায় করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) কালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক পৃথক এই দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় নগরে ওয়াসা মোড়, কাজির দেউরী ও এনায়েত বাজার এলাকায় বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা আদায় করা হয়।

একইদিনে রাজস্ব সার্কেল-৮ এর আওতায় ইপিজেড এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়। উভয় অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের রাজস্ব সার্কেলের কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।