[english_date] | [bangla_day]

একদিনে হোল্ডিং ট্যাক্সসহ দেড় কোটি টাকা বকেয়া আদায় করলো চসিক

নিজস্ব প্রতিবেদক: নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বকেয়া হোল্ডিং ট্যাক্স ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি’সহ মোট ১ কোটি ৪৯ লাখ ৯০৭ টাকা বকেয়া আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রামমাণ আদালত।

সোমবার (৭ জুন) নগরের ওয়াসা মোড়, কাজির দেউরী, এনায়েত বাজার ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে এসব বকেয়া আদায় করা হয়।

YouTube player

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) কালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক পৃথক এই দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় নগরে ওয়াসা মোড়, কাজির দেউরী ও এনায়েত বাজার এলাকায় বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা আদায় করা হয়।

YouTube player

একইদিনে রাজস্ব সার্কেল-৮ এর আওতায় ইপিজেড এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়। উভয় অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে ৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের রাজস্ব সার্কেলের কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়