চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ শাহেদ নামে (১৫) এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৫ জুন) বিকেলে মহাসড়কের দোহাজারী ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব। নিহত শাহেদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায়। সে চন্দনাইশে ভাইয়ের বাসায় বেড়ানোর জন্য এসেছিল।

আব্দুর রব বলেন, শাহেদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাইকেল চালিয়ে দোহাজারীর দিকে যাচ্ছিল। এ সময় কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যান সাইকেল আরোহী শাহেদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছেন।