রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটি সদরে অভিযান চালিয়ে লিখন চাকমা নামের একজনের বাসা থেকে ৩টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুন) রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের এগুজ্যাছড়ি গ্রামের লিখন চাকমার বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি কবির হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আজ (শুক্রবার) ভোর থেকে বিকেল পর্যন্ত এগজ্যাছড়ি গ্রামে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় লিখন চাকমার বাড়িতে অভিযান চালিয়ে ৩টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৭টি পিলেট, ১টি মোবাইল ফোন, ৭টি রবারের ফিতা, ১৫টি গুলতিসহ কিছু চিকিৎসাসামগ্রী উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনী আসার আগেই পালিয়ে যায় লিখন। যে কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’