চিটাগাং মেইল: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ -বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের আগামী সেবা বর্ষ (২০২১-২২) এর জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

ভার্চুয়ালি এ কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের এডভাইজর লায়ন এ.কে.এম.এ মুকিত , নব নির্বাচিত সভাপতি লিও হালিমা খাতুন আঁখি , আই পি পি লিও ইফতেখার ফাহিম, সহ-সভাপতি লিও ইফাদ মিয়া রাফি,সেক্রেটারি লিও এম.এ.এস সাজু, ট্রেজারার লিও আকাশ ইসলামকে মনোনিত করা হয়।
সেইসাথে ক্লাব ডিরেক্টর হিসেবে, লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর ট্রেজারার ডেজিগনেট ও মেট্রোপলিটন লিও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ইসমাইল বিন আজিজ আলভী ও পাস্ট প্রেসিডেন্ট লিও মইনুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়।