[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১১১, মৃত্যু ১

Info Chittagong

চিটাগাং মেইল : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৬ জনে। এ সময় নতুন করে ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৭৫৩ জনে।

বৃহস্পতিবার (৩ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ৩৭ জন রয়েছেন।

YouTube player

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৭৫৩ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৪২ হাজার ৭৬৫ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১০ হাজার ৯৮৮ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৬২৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৮ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭৮ জন।

এর আগে মঙ্গলবার (১ জুন) করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল। বুধবার (২ জুন) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়