[english_date] | [bangla_day]

চট্টগ্রামের ৯৯ হাজার ৯৭৭ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের প্রায় ৯৯ হাজার ৯৭৭ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ শুরু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। জিটুপি পদ্ধতিতে তালিকাভুক্ত প্রতিটি পরিবার ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাচ্ছে, যা ঈদের আগেই বিতরণ শেষ হবে।

রবিবার (২ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চট্টগ্রাম, জয়পুরহাট ও ভোলা জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন । প্রথমদিন চট্টগ্রামের ২২ হাজার পরিবার প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তা পায়।

YouTube player

অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারসহ উপকারভোগীরা অংশ নেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রামের ১০ উপকারভোগী উপস্থিত থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে প্রাপ্ত সুবিধার কথা জানান প্রধানমন্ত্রীকে। বাকি পরিবারগুলো পর্যায়ক্রমে আগামী ৩ দিনের মধ্যে উপহার হিসেবে এ অর্থ পাবে।

জানা যায়, সরকারি সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীদের বাড়তি কোনো খরচ লাগছে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি অংশ বহন করবে ‘নগদ’।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা থেকে উপস্থিত ছিলেন হুইপ সামছুল হক চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়