[english_date] | [bangla_day]

করোনার ২য় ডোজের টীকা নিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী

চিটাগাং মেইল : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্আ আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী ০২ মে রবিবার সিটি কর্পোরেশন পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে করোনা টীকার ২য় ডোজ গ্রহণ করেছেন।

টীকা গ্রহণকালে তিনি বলেন, বর্তমান করোনার উর্ধ্বমুখী সংক্রমণের কারণে বিশ্বব্যাপী মৃত্যু বেড়েই চলছে। যে কারণে টীকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরিধানের বিকল্প নেই। ইতোমধ্যে রাশিয়ার স্পুটনিক ও চীনের সাথে যৌথভাবে টীকা উৎপাদনে যাচ্ছে সরকার। মাস দুয়েকের মধ্যে টীকার উৎপাদন শুরু হলে দেশে টীকার সংকট থাকবেনা।

YouTube player

তিনি নগরবাসীকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি করোনার কোন উপসর্গ দেখা দিলে টেষ্টের পাশাপাশি নগরীর লালদিঘী পাড়স্থ লাইব্রেরী ও দুযোর্গ ব্যবস্থাপনা ভবনে আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা নেয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী ও অন্যান্য চিকিৎসকবৃন্দ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়