[english_date] | [bangla_day]

জয়ার সেলফি বিভ্রাট! ভিডিও ভাইরাল

চিটাগাং মেইল ডেস্ক: দেশের গন্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও এখন জয়া আহসানের জয়জয়াকার। কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, সবার পরিচালনাতেই কাজ করেছেন তিনি। আবির থেকে প্রসেনজিত সবার সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

বর্তমানে বাংলাদেশে নিজ বাড়িতেই আছেন অভিনেত্রী। কলকাতায়ও যান মাঝে-মধ্যে। মা, দিদি ও পরিবার নিয়ে সেখানে তার আনন্দের সংসার। জয়া সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভি। নানা ছবি, ফটোশুটের ছবি, মজার ভিডিও তাকে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা যায়। এমনকি দেশ ও বিশ্বের নানা বিষয় নিয়েও মুখ খুলতে ভয় পান না এই নায়িকা।

সম্প্রতি জয়ার শেয়ার করা একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে সেলফি তোলার চেষ্টা করছেন জয়া। কিন্তু কিছুতেই পারছেন না। যখনই সেলফি তুলবেন বলে হাসি মুখে ক্যামেরায় তাকাচ্ছেন পাশ থেকে ওমনি তার এক ভক্ত মুখ বাড়িয়ে দিচ্ছে। জয়া তাকে বার বার বারণ করছেন। তবুও যুবক নাছোড় বান্দা। সে সেলফিতে মুখ দেখাবেই।

শেষ পর্যন্ত সেলফি না তুলেই যেতে হয় জয়াকে। এই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘কি করি আমি এর সঙ্গে?’ আসলে এই ভিডিওটি মজা করেই বানিয়েছেন তিনি। যে যুবক বার বার পিছন থেকে মুখ বাড়াচ্ছে এটি তারই বুদ্ধি। সে একজন ব্লগার। মজার ভিডিও বানানোই কাজ। জয়ার সঙ্গে এই মজার ভিডিওটি বানিয়ে সামাজিক মাধ্যমে ছাড়তেই তুমুল ভাইরাল হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়