[english_date] | [bangla_day]

করোনায় মারা গেলেন অভিনেতা কিশোর নন্দলস্কর

চিটাগাং মেইল ডেস্ক: করোনায় দ্বিতীয় ঢেউয়ে এরইমধ্যে আক্রান্ত হয়েছেন বলিউডের অনেক নামি-দামি তারকা। এবার এই মহামারি ভাইরাসে মারা গেলেন হিন্দি ও মারাঠি সিনেমার বর্ষীয়ান অভিনেতা ‘সিম্বা’ খ্যাত কিশোর নন্দলস্কর। মঙ্গলবার (২০ এপ্রিল) ৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

নিহত অভিনেতার নাতি আনিশ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার দাদা থানের একটি কোভিড সেন্টারে ভর্তি ছিলেন। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিড সেন্টারে ভর্তি করানোর আগে তার শ্বাস নিতে ও কথা বলতে সমস্যা হচ্ছিল। এছাড়া তার অক্সিজেন লেভেলও দ্রুত কমে যাচ্ছিল।’

কিশোর নন্দলস্করের সিনেমায় অভিষেক ১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’য় অভিনয়ের মধ্য দিয়ে। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’, ‘মধ্যমবর্গ- দ্য মিডল ক্লাস’-এর মতো জনপ্রিয় মারাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়ালিটি’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মতো সুপারহিট সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন এই তারকা। তবে ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’ সিনেমায় কিশোরের ‘সন্নাটা’ চরিত্রটি আজও সমাদৃত।

এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে গোবিন্দ, রণবীর সিংসহ অনেকে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়