[english_date] | [bangla_day]

দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি-খালেক;সম্পাদক-জয়নাল

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর সোমবার সকাল থেকে বোয়ালখালী ইউনিয়ন পরিষদের হলরুমে ১২১ জন কাউন্সিলের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এরমধ্যে সভাপতি পদে মোঃ আবদুল খালেক সরকার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জিল্লুর রহমান পায় ২০ ভোট।

পাশাপাশি সাধারণ সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদীন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন মুৎসুদ্দি পায় ২০ ভোট৷

সন্ধ্যায় ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন, দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আবদুল কাদের সরকার ও সদস্য সচিব মোঃ চাঁন মিয়া।

এ সময় মোঃ চাঁন মিয়া বলেন, দীর্ঘ অনেক বছর পর গনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলর গনের ভোটের মাধ্যমে দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হওয়াতে সংগঠনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমি আশা করি নব-নির্বাচিতরা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে বাংলাদেশের গরীব ও মেহনতী মানুষের সেবা করে এগিয়ে যাবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়