কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার দ্বীপ উপজেলার কুতুবদিয়া থানা কর্তৃক পুলিশের আয়োজনে ২০ ডিসেম্বর রবিবার কুতুবদিয়া থানা প্রাঙ্গণে লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধ কল্পে কমিউনিটি সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.আই মোঃ রায়হান।
উপস্থিত ছিলেন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুস, আমার সংবাদ পত্রিকার রিপোর্টার কাইছার সিকদার, উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মুনির মাতবর, এশিয়ান টেলিভিশনের কুতুবদিয়া প্রতিনিধি সাংবাদিক মোঃ মিজানুর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আবছার, সিটিজি ক্রাইম (টিভি) বিভাগীয় প্রধান হীরু চৌধুরী, বিভিন্ন ইলেক্ট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কউতুবদিয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং কুতুবদিয়া থানার পুলিশ বাহিনীর সকল সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার সাধারণ জনগন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.আই মকবুল হোসেন বকুল।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন, শেখ হাসিনা সরকারের আমলে লিঙ্গ ভিত্তিক যে সহিংসতা তা উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে৷ আমাদের এই লিঙ্গ ভিত্তিক বৈষম্য দুর করে নারীদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশের দায়িত্ব নিতে হবে৷ আশা করছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদূর ভবিষ্যতে আমরা নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা সম্পূর্ণভাবে রোধ করতে সক্ষম হব৷