কক্সবাজার প্রতিনিধি: পালংখালী ভাই ভাই ষ্টোর এর পক্ষ থেকে পালংখালী খেলোয়াড় সমিতির খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করা হয়েছে।
খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন,পালংখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শফিকুর রহমান।
শুক্রবার (১১ ডিসেম্বর) এই তিন বিশিষ্ট ব্যবসায়ীর অর্থায়নে খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি তুলে দেওয়া হয়েছে।
খেলোয়াড়দের পক্ষ থেকে জার্সিগুলো বুঝে নেন, পালংখালী খেলোয়াড সমিতির সভাপতি আনোয়ার কামাল ও সাধারণ সম্পাদক রুস্তম আলী সৈকত।
এসময় উপস্থিত ছিলেন,পালংখালী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি জামাল উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, শফিকুল ইসলাম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইসহাক,মুমিনুল হক,হোসাইন আহমদ ও সিনিয়র জুনিয়র সদস্যবৃন্দ।
পালংখালী খেলোয়াড় সমিতির পক্ষ থেকে পালংখালী ভাই ভাই ষ্টোরের মালিককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং ব্যবসার সফলতা কামনা করছেন।