খাগড়াছড়ি প্রতিনিধি: ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে দীঘিনালায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর (শনিবার) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় এ বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ কাশেম, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা অস্কার বিশ্বাস, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমূখ।
সভায় বক্তারা কুষ্টিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।