মুহাম্মদ রুশনী মোবারক, পটিয়া প্রতিনিধি – সাবেক পটিয়া পৌর ছাত্রদল নেতা ও তৎকালীন জনপ্রিয় সংগঠন ইয়াং বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মকছুদুর রহমান সাহেদ এর পিতা জনাব আবু তাহের সওদাগর আজ সকাল ১১:০৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন ৷তার মৃত্যুতে ঐতিহ্যবাহী আবদুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ – ১৯৯৫ এবং এসএসসি ব্যাচ – ২০০০ সহ বিভিন্ন ব্যক্তি, সংগঠন গভীর শোক প্রকাশ, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ বাদে মাগরিব পটিয়া সবজার পাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে দাফন করা হয়েছে।