[english_date] | [bangla_day]

পটিয়া বনরেন্জের অভিযানে বিপুল পরিমাণ গোল কাঠ জব্দ!

পটিয়া প্রতিনিধি –

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া বনরেন্জ ভোর রাত ৪ টায় আনোয়ারা সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক সহ ৫ লক্ষ টাকা মূল্যমানের গোল কাঠ জব্দ করেছে। জানা যায়, ভোর রাত আনুমানিক সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে “আনোয়ারা – বাঁশখালী” সড়কের আনোয়ারাস্থ সরকার হাট নামক এলাকা দিয়ে অবৈধ ভাবে গর্জন, চিকরাশি, তেলসুর, মেহগনি, সুরুজ, ধারমরা বর্তাসহ বিবিধ মূল্যবান গাছ মিনি ট্রাক নং -চট্টমেট্রাে-ড- ১১-০০৯৯ যোগে পাচার কালে পটিয়া বনরেন্জ কর্মকর্তা মিজানুর রহমান সহ বন বিভাগের দায়িত্বরতরা অভিযান চালিয়ে গাড়ীসহ ৫ লক্ষ টাকার গাছ আটক করতে সক্ষম হয়। পটিয়া রেন্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান বিভাগীয় বন কর্মকর্তা মো: সফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার ভোর রাতে আমরা এ অভিযান পরিচালনা করি। এতে ট্রাক সহ ৫ লক্ষ টাকার মূল্যমানের গোল কাঠ জব্দ করতে সক্ষম হই। তবে এতে চালক – হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়