পটিয়া প্রতিনিধি –
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া বনরেন্জ ভোর রাত ৪ টায় আনোয়ারা সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক সহ ৫ লক্ষ টাকা মূল্যমানের গোল কাঠ জব্দ করেছে। জানা যায়, ভোর রাত আনুমানিক সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে “আনোয়ারা – বাঁশখালী” সড়কের আনোয়ারাস্থ সরকার হাট নামক এলাকা দিয়ে অবৈধ ভাবে গর্জন, চিকরাশি, তেলসুর, মেহগনি, সুরুজ, ধারমরা বর্তাসহ বিবিধ মূল্যবান গাছ মিনি ট্রাক নং -চট্টমেট্রাে-ড- ১১-০০৯৯ যোগে পাচার কালে পটিয়া বনরেন্জ কর্মকর্তা মিজানুর রহমান সহ বন বিভাগের দায়িত্বরতরা অভিযান চালিয়ে গাড়ীসহ ৫ লক্ষ টাকার গাছ আটক করতে সক্ষম হয়। পটিয়া রেন্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান বিভাগীয় বন কর্মকর্তা মো: সফিকুল ইসলামের নির্দেশে শুক্রবার ভোর রাতে আমরা এ অভিযান পরিচালনা করি। এতে ট্রাক সহ ৫ লক্ষ টাকার মূল্যমানের গোল কাঠ জব্দ করতে সক্ষম হই। তবে এতে চালক – হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।