চিটাগাং মেইল : ০১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার রাজঘাটা নামক এলাকায় কাভার্ডভ্যান( ঢাকামেট্রো-অ-১১-৪৮৫৫) গাড়িটি থামিয়ে সেখানে তল্লাশি চালিয়ে অবৈধ চিরাই কাঠসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়।
এ ব্যাপারে বন মামলা নং ১৩/পদু অব ২০২০-২১ রুজু করা হয় এবং বর্তমানে জব্দকৃত গাড়ি ও অবৈধ চিরাইকাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন।