[english_date] | [bangla_day]

মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় সভা

কক্সবাজার প্রতিনিধি : একে একে তিনটি বন্যহাতি মারা যাওয়ার পরে এবার নড়েচড়ে বসেছে বন বিভাগ।শুরু করেছে জনসচেতনামূলক কর্মসূচি। বুধবার (২ ডিসেম্বর) রামুর জোয়ারিয়ানালা মাদ্রাসার গেটে হাতি রক্ষায় জনস‌চেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার উত্তর বন বিভা‌গের জোয়ারিয়ানালা, মেহেরঘোনা ও বাঘখালি রেঞ্জ যৌথভাবে সভাটির আয়োজন করে।

রামু উপ‌জেলা প্রশাস‌নের সহ‌যো‌গিতায় “হা‌তি কর‌লে সংরক্ষণ, রক্ষা হ‌বে সবুজ বন”প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ত‌ৌহিদুল ইসলাম।

মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক সভায় সভাপ‌তিত্ব ক‌রেন রামু উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার প্রণয় চাকমা।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সেবে উপ‌স্থিত ছি‌লেন ইউ‌পি জোয়া‌রিয়ানালা ইউ‌পি চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমদ প্রিন্স।

সভায় বক্তারা পরিবেশ রক্ষা ও হা‌তি সংরক্ষণের গুরুত্ব তু‌লে ধ‌রেন।মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক সভায় রেঞ্জ কর্মকর্তাবৃন্দ, ভিলেজার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জোয়ারিয়ানালা রেঞ্জ অফিসার সুলতান মাহমুদ টিটু।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়